সর্বশেষ

লিটন-তানজিদের জোড়া সেঞ্চুরিতে বিপিএলের রেকর্ডবুক তছনছ

ঝড় উঠলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। জাতীয় দল থেকে বাদ পড়ার দিনেই লিটন কুমার দাস যেন নিজের জাতটা পুরোপুরি চিনিয়েছেন এই ওপেনার। বিপিএলের ইতিহাস ওলটপালট করে দেয়া এক সেঞ্চুরি করলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এই স্টেডিয়ামেই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসটা খেলেছিলেন লিটন। আর আজ বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও পেলেন এই মাঠ থেকেই। সেঞ্চুরি পেয়েছেন তার ওপেনিং পার্টনার তানজিদ হাসান তামিম নিজেও। তাতেই সিলেটে হলো রেকর্ডবুক পুরোপুরি তছনছ হলো আরেকবার।

বিপিএলের এই ম্যাচে রেকর্ডগুলো দেখা যাক এক নজরে

৪৪
৪৪ বলে ১০০। বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন টাইগার ওপেনার লিটনের। অবশ্য তিনি এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটন সমানসংখ্যক বলে করেছেন সেঞ্চুরি।

বিজ্ঞাপন

বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে। লিটন অবশ্য বাংলাদেশি ব্যাটারদের মাঝে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেই ফেলেছেন।


রেকর্ডের পাতায় অবশ্য নাম তুলেছেন তার সঙ্গী তানজিদ হাসান তামিমও। লিটন দাসের সঙ্গে তিনিও হয়েছেন ইতিহাসের অংশ। সেঞ্চুরি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। ১০৮ রানে ফিরে গিয়েছেন তিনি। তবে ফেরার আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি। তামিম ইকবালের সঙ্গে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি এখন তানজিদ তামিমের।

২৪১
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন এই দুজনের। পেছনে ফেলেছেন ২০১৭ আসরের ফাইনালে ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটি। তানজিদ তামিম এবং লিটন কুমার দাস আজ করেছেন ২৪১ রান। এই জুটিই ভেঙেছে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।

২৫৪
ঢাকা ক্যাপিটালস থেমেছেন ১ উইকেটে ২৫৪ রান নিয়ে। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানটাও এখন ঢাকা ক্যাপিটালসের দখলে। পেছনে পড়েছে ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড।


প্রথম উইকেটে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। আইপিএলে এর আগে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স ১ম উইকেটে তুলেছিলেন ২২৯ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *