সর্বশেষ

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ২০২৪ সালের বিশ্বের ওয়ানডে পারফর্মারদের নিয়ে সেরা একাদশ ঘোষণা করেছে, যেখানে বাংলাদেশের পেস তারকা তাসকিন আহমেদ স্থান করে নিয়েছেন। যদিও ২০২৪ সালে তিনি মাত্র সাতটি ওয়ানডে খেলেছেন, তবে সাতটি ওয়ানডেতে তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য এবং এই স্বীকৃতি তার দক্ষতার প্রমাণ।

অবশ্য বিদায়ী বছরে ওয়ানডে ক্রিকেট ছিল অন্য দুই ফরম্যাটেরের তুলনায় পিছিয়ে। বিদায় বছরটিতে সবচেয়ে বেশি ১৮ ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা। সবচেয়ে কম খেলার তালিকায় রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এই দুই দল মাত্র তিনটিটি করে ওয়ানডে খেলেছে ম্যাচ। ক্রিকেটের বিখ্যাত সাময়িকী উইজডেনের বর্ষসেরা একাদশেও ছিল এর প্রভাব।

উইজডেনের বর্ষসেরা একাদশে ক্রিকেটের বিগ থ্রি খ্যাত তিন দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত থেকে বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মাত্র একজন। আর বাংলাদেশ থেকেও জায়গা পেয়েছেন একজন। তিনি তারকা পেসার তাসকিন আহমেদ। বছরজুড়ে ওয়ানডে ফরম্যাটে নিজের দারুণ পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন বর্ষসেরা স্কোয়াডে।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ২৩.৯ গড়ে ২০২৪ সালে ১৪টি উইকেট শিকার করেন, তার ইকোনমি রেট ছিল ৫.৩। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। চট্টগ্রামে অনুষ্ঠিত এক ম্যাচে তিনি ৩/৪২ বোলিং ফিগার দিয়ে শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং অভিষ্কা ফার্নান্দোকে শুরুতেই আউট করেন। তার নিয়ন্ত্রিত বোলিং শ্রীলঙ্কাকে ২৩৫ রানে আটকে রাখে, যা বাংলাদেশ চার উইকেট হাতে রেখে জয়লাভ করে। এই পারফরম্যান্সকে উইজডেনও উল্লেখযোগ্য বলছে।

উইজডেনের এই একাদশে ওপেনার হিসেবে রয়েছেন সাইম পাকিস্তানের আইয়ুব ও ও শ্রীলংকার পাথুম নিশাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি পূরণ করেছেন টপঅর্ডার। লংকান কুশাল মেন্ডিসকে বর্ষসেরার স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে। মিডলঅর্ডারে আজমতউল্লাহ ওমরজাই জায়গা করে নিয়েছেন। অন্য দুই মিডলঅর্ডার ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও ওয়েস্ট ইন্ডিজের শারফেইন রাদারফোর্ড। দলে স্বীকৃত স্পিনার শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আরেক স্পিনার আফগানিস্তানের এএম গাজানফার।

একাদশে দুই পেসারের একজন শাহিন আফ্রিদি ও তাসকিন আহমেদ। পুরো বছরে ওয়ানডেতে শাহিন আফ্রিদির ঝুলিতে গেছে ১৫ উইকেট। ছিলেন বেশ ইকোনমিক্যাল। আর তাসকিনের বছরশেষে উইকেট ১৪টি।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার ও তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *