ফিজের কাটার ভেল্কি দেখে অবাক হয়ে গেলেন প্রীতি জিনতা, পাঞ্জাব কিংসের বিপক্ষে মুস্তাফিজের অসাধারণ বোলিংয়ে মুগ্ধ হয়ে মুচকি হাসি দিলেন প্রীতি জিনতা! বললেন অসাধারণ বোলিং করেছে ছেলেটা! আগামী আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলবে মুস্তাফিজ এমনটাই জানালেন প্রীতি জিনতা। তিনি আরও বললেন যত কোটি রুপি হক বাংলার কাটার মাস্টারকে আমরা দলে নিব।
আইপিএল ২০২৫-এর মঞ্চে আজ ছিল দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচ। প্লে-অফে যাওয়ার আশা আগেই ফুরিয়ে গেছে, তবে শেষ ম্যাচটা ছিল সম্মান রক্ষার। আর সেই ম্যাচেই নিজের জাত চেনালেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। টানা চাপের মুখে থাকা দিল্লির বোলিং আক্রমণে খানিকটা স্বস্তি এনে দিয়েছিলেন ফিজ। যদিও দল হিসেবে দিল্লি এবার কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, মুস্তাফিজ তার সীমিত সুযোগে নিজের কার্যকারিতা প্রমাণ করে দিয়েছেন।