ভারতের সাবেক তারকা স্পিনার হারভজন সিং এবার বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে করলেন এমন মন্তব্য, যা রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে ক্রিকেট দুনিয়ায়!
হারভজন সিং বলেন:
“বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা এমন, আমার পাড়ার ছেলেপেলেরা যেভাবে ক্রিকেট খেলে, তারাও ওদের থেকে ভালো! এরা তো ICC-র মানেই পড়ে না!”
এমন অপমানজনক মন্তব্যে হতবাক বাংলাদেশের কোটি ভক্ত!
একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে, এমন অবমূল্যায়ন কি গ্রহণযোগ্য?
বিশ্বমঞ্চে বহুবার বাংলাদেশ দল ভারতকেও হারিয়েছে—তবে সেগুলো কি একটুও মনে নেই?
বাংলাদেশের ক্রিকেট অবশ্যই কিছুটা খারাপ সময় পার করছে,
কিন্তু এমন অবজ্ঞাসূচক বক্তব্য সমগ্র জাতিকেই অপমান করার শামিল!
প্রশ্ন হলো—
হারভজনের এমন মন্তব্য কি শুধু ট্রল, না এর পেছনে আছে কোনো রাজনৈতিক ঘুঁটি?
বিসিবি কি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাবে?
আপনার মতামত কী? হারভজন কি বাড়াবাড়ি করে ফেললেন?