বাংলাদেশ ক্রিকেটের দুই সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল এবং সাকিব আল হাসান।
যাদের সম্পর্ক নিয়ে চলেছে বছরের পর বছর নাটক, গুঞ্জন, দ্বন্দ্বের গল্প।
তবে এবার ক্রিকেটপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে এক নতুন খবর—
তামিম-সাকিব নাকি লন্ডনে মুখোমুখি বসেছেন!**
দুজনই ব্যক্তিগত কাজে এই মুহূর্তে আছেন লন্ডনে।
বিশ্বস্ত সূত্রের খবর, এই সফরে তাঁরা এক পর্যায়ে **একসাথে সময় কাটিয়েছেন, খোলামেলা কথা বলেছেন।**
গুঞ্জন চলছে—
পুরনো ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা হয়েছে।
পারস্পরিক তিক্ততা কমিয়ে এক নতুন অধ্যায় শুরুর আলোচনা হয়েছে।
দেশের ক্রিকেটের জন্য একসাথে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন দুজনেই।
যদিও দুই তারকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু বলা হয়নি।
কিন্তু ঘনিষ্ঠরা বলছেন—
দুই সিনিয়র ক্রিকেটার বুঝেছেন, এই দ্বন্দ্বে ক্ষতি হচ্ছে দেশের ক্রিকেটেরই
এশিয়া কাপ, বিশ্বকাপ, গুরুত্বপূর্ণ সিরিজ—সবই সামনে।
বোর্ডও চাইছে দুই অভিজ্ঞ তারকাকে একসাথে মাঠে দেখতে।
সমঝোতা হলে টাইগারদের ড্রেসিংরুমে শান্তি ফেরার সম্ভাবনা প্রবল।
তাহলে কি সত্যিই বরফ গলছে?
সমঝোতা হলে দেশের ক্রিকেট কি নতুন আলো দেখবে?
নাকি এটা সাময়িক ছবি, ভেতরের আগুন এখনও নেভেনি?