সর্বশেষ

‘মার্তিনেজ’ বর্তমান সময়ের বিশ্বের সেরা গোলরক্ষক: ডি মারিয়া

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ১০ দিন হয়ে গেছে। ৩৬ বছর পর আলবিসেলেস্তেদের শিরোপা এনে দেওয়ার অন্যতম বড় কারিগর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।




তবে অশালীন উদযাপনের জন্য সমালোচনার শিকার হচ্ছেন বিশ্বকাপে গোল্ডেন গ্লাভজয়ী এই তারকা। এমিকে নিয়ে এবার ফ্রান্সের সাবেক তারকা আদিল রামির সঙ্গে তর্কে জড়িয়েছেন আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার রামি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মার্তিনেজকে ‘ফুটবলের সবচেয়ে ঘৃণিত’ মানুষ বলে দাবি করেছিলেন।




এবার তাকেই জবাব দিলেন দি মারিয়া। রিপ্লাইতে তিনি বলেন, ‘মার্তিনেজ বিশ্বের সেরা গোলরক্ষক। অন্য জায়গায় গিয়ে কান্না করো। ’

পরে ফের দি মারিয়াকে জবাবে রামি টুইট করে লিখেছেন, ‘তুমি কি আমাকে শেখাতে পারবে?’ এমন টুইটের সঙ্গে দি মারিয়ার কয়েকটি কান্নার ছবিও জুড়ে দেন ফরাসি তারকা। গোল্ডেন গ্লাভ জয়ের পর বিশ্বকাপের মঞ্চে অশালীন উদযাপন করেন মার্তিনেজ। এরপর বিশ্বকাপ জয় উদযাপনেও মার্তিনেজ বিতর্কে জড়িয়েছেন।




ড্রেসিংরুমে এমবাপ্পের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন, এরপর এমবাপ্পের মুখের পুতুল হাতে বুয়েনস এইরেসে দেখা যায় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *