বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। এরই মধ্যে দলগুলো অনুশীলন শুরু করেছে। আজ প্রথমবার অনুশীলন করেছে ফরচুন বরিশাল। যেই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মিরাজ।
বিপিএল সামনে রেখে আজ সংবাদমাধ্যমে মিরাজ জানালেন বিপিএল ও সামনের বিশ্বকাপ নিয়ে তার পরিকল্পনার কথা।
জাতীয় দলের এই অলরাউন্ডার এবারের আগে পাঁচবার বিপিএল খেললেও শিরোপা জিততে পারেননি। দুবার ফাইনাল খেলেও ছুঁয়ে দেখা হয়নি ট্রফিটা। এক প্রশ্নের উত্তরে তিনি এবার শিরোপা জিততে মরিয়া বলে জানান।,
‘এবার নিয়ে আমি ছয়বার বিপিএল খেলবো। দুইবার ফাইনাল খেলেছি একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি, ইনশাআল্লাহ এবার আমরা শিরোপা জিতবো।’
কাগজে কলমেও সেরা দল গড়েছে ফরচুন বরিশাল। অধিনায়ক হিসেবে আছেন সাকিব। সাবেক টি২০ অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়াও আছেন জাতীয় দলের অনেকে।
দল ভালো হয়েছে জানিয়ে মিরাজ বলেন, ‘আমাদের দলটা ভালো হয়েছে। সাকিব ভাই আছে, শেষ বছরেও খেলেছিল, রিয়াদ ভাই আছে, আমি আছি। এবাদত আছে, খালেদ আছে। জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। অবশ্যই আশা রাখছি আমরা চ্যাম্পিয়ন হবো।