বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল।
ম্যাচের ১৫তম ওভারের চতুর্থ বল বাউন্স খেয়ে মাথার উপর দিয়ে বল চলে যাওয়ার পরেও ওয়াইড বল না দেয়ায় আম্পায়ারের উপর ক্ষুব্ধ হন সাকিব আল হাসান। আম্পায়ার তার সিদ্ধান্তে অনড় থাকার পর বলটি ওয়াইড বলে বারবার প্রতিবাদ করেন সাকিব।
সাকিব আরেকবার আম্পায়ারের ওপর তেড়ে গেলে মুশফিকুর রহিম এসে সাকিবকে ক্রিজে নিয়ে আসেন। আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ হয়ে চিৎকার করেন সাকিব।
এর আগে, মিরপুরে উঠে সাকিব ঝড়। ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৪ ছক্কা ও ৭ চারের ফুলঝুড়িতে অতিমানবীয় ইনিংস খেলেন বাংলাদেশের এই পোষ্টার বয়।
সূত্র jamuna.tv