সর্বশেষ

মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচেই বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। বল মাথার ওপর দিয়ে যাওয়ার পরও আম্পায়ার ওয়াইডের শংকেত না দেওয়ায় মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান ফরচুন বরিশালের তারকা অলরাউন্ডার সাকিব।




বিপিএলের গত আসরে বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মেরে বিতর্কে জড়ান সাকিব। চলমান নমব আসরের চতুর্থ ম্যাচে ফের বিতর্কে জড়ালেন দেশ সেরা এই ক্রিকেটার। বিপিএলের চলতি আসরে একে তো ‘ডিআরএস’ নেই। তার সঙ্গে যোগ হয়েছে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত।




শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ভুল করে বিতর্কের জন্ম দিলেন আম্পায়ার মাহফুজুর রহমান লিটু। ফরচুন বরিশালের সাকিবের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের পেসার রেজাউর রহরমান রাজার বল মাথার প্রায় ২ ফুট ওপর দিয়ে গেলেও আম্পায়ার মাহফুজুর রহমান লিটু ওয়াইড দেননি।

যে কারণে মেজাজ হারিয়ে আম্পায়ার লিটুকে চার্জ করেন সাকিব। এটা কি ওয়াইড না? খালি চোখে মনে হচ্ছিল, সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন।




প্রথমে অনেকে ভেবেছিলেন, আবার কোনো অঘটন ঘটে কিনা! তবে বড় কিছু হয়নি। সাকিব তেড়ে গেলেও বড় কোনো অঘটন ঘটাননি। শুধু ঝাঁঝালো কণ্ঠে আম্পায়ারকে জিজ্ঞেস করেন, এটা কি ওয়াইড ছিল না? সিলেটের বিপক্ষে সাকিব আল হাসানের ৩২ বলের ৬৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৯৪ রানের পাহাড় গড়ে বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *