এমনিতেই গরিবের ডিআরএস নিয়ে খুবই বিপদের মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার সাথে যোগ হয়েছে ভুলে ভরা সম্প্রচার। বিপিএল মানেই নানা তর্ক….বিপিএল মানেই নানা বিতর্ক। এটা আর নতুন নয়… মানিয়ে নিয়েছে ক্রিকেট ভক্তরা।
কিন্তু সম্প্রচার ও ক্রিকেটারদের পারফরমেন্স ভুল দেখানো হচ্ছে। গতকাল বিপিএলের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্স বনাম ঢাকা ডমিনেটরসের মধ্যকার ম্যাচে গরিবের ডিআরএস নিয়ে মহাবিপদে পড়েছিল আম্পায়াররা। যেখানে সৌম্য সরকারের আউট নিয়ে শুরু হয়েছিল নানা বিতর্ক।
সেই বিতর্কের পর এবারও যোগ হয়েছে টিভিতে ক্রিকেটারদের ভুল পারফরম্যান্স দেখানো। কখনো ক্রিকেটারদের নামের ভুল আবার কখনো ক্রিকেটারদের পারফরমেন্সের ভুল দেখানো হচ্ছে টিভিতে। প্রায় প্রতিটি ম্যাচে দেখানো হচ্ছে এমন ভুল।
যেমন গতকাল ঢাকা বনাম খুলনার মধ্যকার ম্যাচে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান আজম খানের টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের পারফরমেন্সে ভুল দেখানো হয়েছে। পাকিস্তানের এই ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৮৬টি ইনিংস খেলেছেন। যেখানে গতকালকের ম্যাচ বাদে তার রান ছিল ১৭৩৬।
যেখানে টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে দশটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তবে টিভিতে দেখানো হয়েছে তার হাফ সেঞ্চুরি সংখ্যা ৫০টি। তবে এখানেই শেষ নয় মারাত্মক আরো একটি ভুল করেছে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে। কুমিল্লা বনাম রংপুরের মধ্যকার ম্যাচে অষ্টম ওভারে বোলিংয়ে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত।
যেখানে তার টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের বোলিং ইকোনমিক রেট দেখানো হয় ১১৮৫.৫৭। কিন্তু মোসাদ্দেক হোসেনের ইকোনমিক রেট হবে ৭.০০। এছাড়া আরো একটি ভুল করেছে তারা। স্ট্রাইক রেট দেখানো হয়েছে ০.১৩। যেখানে আসলেই মোসাদ্দেকের বোলিং স্ট্রাইক রেট ২২.৪।