সর্বশেষ

‘অবশ্যই’ টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে জাকির হাসান : নাজমুল হোসেন

কিছুদিন আগেই ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন জাকির হাসান। এরপর দ্বিতীয় টেস্টে ও হাফ সেঞ্চুরি করে নিজের প্রতিভার প্রদর্শন করেছিলেন জাকির। অনেকেই তখন তাকে ধরে নিয়েছিল টেস্ট ব্যাটসম্যান হিসেবে। কিন্তু না জাকির যে কোন ফরম্যাটে খেলতে পারে সেটি বিপিএলের প্রথম দুই ম্যাচে প্রমাণ করেছেন।




বিশেষ করে গতকাল বরিশালের বিপক্ষে ম্যাচ জয়ের সবচেয়ে বড় অবদান ছিল তার। চার নম্বরে তিনি যখন ব্যাটিংয়ে নামেন তখন দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫০ বলে ৯৩ রান।

এমন ম্যাচ বের করে আনা সচরাচর বাংলাদেশ ক্রিকেটে তেমন দেখা যায় না। দলের সেই চাপের মুহুর্তে ব্যাটিংয়ে নেমে ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন জাকির। যেখানে মাত্র ১৮ বল খেলে চারটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৪৩ রানের ইনিংস খেলেন জাকির।




তাইতো দলের ওই মুহূর্তে ওইভাবে ম্যাচ বের করে আনা সচরাচরে দেখেননি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার এবং সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচ নাজমুল হোসেন। আজ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে নাজমুল হোসেন বলেন, “জাকির অসাধারণ ব্যাটিং করছে। আমি ওকে গত ২-৩ বছর ধরেই দেখছি সিলেট বিভাগের হয়ে।

ও নিজের ব্যাটিং নিয়ে সবসময়ই চিন্তা করে। আমি আলাদা করে ওর সঙ্গে কথা বলে পরিকল্পনা জিজ্ঞেস করেছি।” “ও বলেছে ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই খেলে যেতে চায়। ও এভাবেই নিজেকে তৈরি করছে। ভারতের বিপক্ষে সিরিজটা ওর জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেখানে ভালো খেলায় ওর মধ্যে আত্মবিশ্বাস কাজ করছে।




আমি মনে করি এই আত্মবিশ্বাসের কারণেই ভালো খেলতে পারছে।” ২০১৭ সালের টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল জাকির হাসানের। কিন্তু ওই একটি ম্যাচের পর আর জাতীয় দলের সুযোগ পাননি তিনি।

তবে আবারো বাংলাদেশ টেস্ট ক্রিকেট দিয়ে সুযোগ পেলেও তিন ফরম্যাটেই জাকির হাসান বাংলাদেশের জন্য বড় সম্পদ হবে বলে জানিয়েছেন নাজমুল হোসেন, “অবশ্যই! (জাকির টি-টোয়েন্টিতে বড় সম্পদ হবে) আমার খেলোয়াড়ি জীবন বা অনেকদিন ঘরোয়া ক্রিকেট খেলেছি, রান তাড়ার ম্যাচে জাকিরের মতো এমন ইনিংস খুবই কম দেখেছি।

ওর ইনিংসটাই আমাদের খেলার মোমেন্টাম বদলে দিয়েছে। এটি ধরে রাখতে পারলে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে জাকির”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *