সর্বশেষ

বিসিবির নিয়ম ভঙ্গ করে জরিমানার মুখে পড়লেন সালাউদ্দিন

চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ম্যাচফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। চলমান বিপিএলকে ঘিরে আলোচনা-সমালোচনা হচ্ছে চারদিকেই।




ভুলে ভরা বিপিএলের বিভিন্ন জিনিস নিয়েই উঠছে প্রশ্ন, হচ্ছে সমালোচনা। এরই মাঝে আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। বরিশালের বিপক্ষে ম্যাচে কুমিল্লার ব্যাটার জাকের আলী অনিককে আম্পায়ার আউট দিলেও তা আউট কিনা সেই বিষয় নিয়ে ধোঁয়াশা আছে।




এই প্রসঙ্গেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন বলেছিলেন যে আম্পায়ারিং নিয়ে প্রতিবাদ করার সুযোগ নেই, তাদের হাত পা বাঁধা। ম্যাচ নিয়ে তার এমন মন্তব্যেই লেগেছে ঝামেলা। বিসিবির কোড অফ কন্ডাক্ট ভেঙ্গেছেন তিনি।




বিসিবির কোড অফ কন্ডাক্টের লেভেল ২ এর ২.৭ এর ধারা অনুযায়ী ম্যাচের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে সমালোচনা অথবা ভুল মন্তব্য করার নিয়ম নেই। ঠিক এই জায়গাতেই বিসিবির নিয়ম ভঙ্গ করেছেন সালাউদ্দিন। ফলে ম্যাচফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।




সেই সাথে নামের পাশে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। রবিবার সালাউদ্দিন নিজের ভুল স্বীকার করে শাস্তির ব্যাপারটি মেনে নেন। যার ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। চলতি বিপিএলে তিন ম্যাচ খেলেও এখনও জয়ের দেখা পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টেবিলের একদম তলানিতে আছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *