সর্বশেষ

রংপুর রাইডার্সের দলের সাথে যোগ দিলেন নওয়াজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। চট্টগ্রামের টিম হোটেলে দলের সাথে যোগ দিয়েছেন নওয়াজ। চলতি বিপিএলে শুরুটা বেশ ভালোভাবেই করেছে রংপুর।




৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। কাগজ-কলমের হিসাবেও রংপুরের দলটা বেশ শক্তিশালী। শুরুর ২ ম্যাচ খেলে দুই অলরাউন্ডার সিকান্দার রাজা এবং বেনি হাওয়েল চলে গেছেন আইএলটি-টোয়েন্টি খেলার উদ্দেশ্যে।

যার ফলে দলের ভারসাম্য কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। এখন নওয়াজের অন্তর্ভূক্তির ফলে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তিন ম্যাচের মধ্যে কেবল ফরচুন বরিশালের সাথে ম্যাচে হেরেছে রংপুর।




জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে। দল হিসেবে ভালো ছন্দে থাকা রংপুরের শক্তি নওয়াজের অন্তর্ভূক্তিতে আরও বাড়বে বলেই আশা করা যাচ্ছে। পাকিস্তানের হয়ে লম্বা সময় ধরে খেলে আসছেন মোহাম্মদ নওয়াজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ১৭.৫৮ গড়ে রান করেছেন ৪২২।

তবে মূল শক্তির জায়গা বোলিং। বাঁহাতি অফ স্পিনে ৫২ ইনিংস বোলিং করে উইকেট তুলেছেন ৪৭টি। ৭.৩৮ এর ইকোনমি রেটটাও বেশ ভালো।




কার্যকরী এই অলরাউন্ডার রংপুরের হয়ে আলো ছড়াতে পারেন কিনা তাই এখন দেখার বিষয়। পরবর্তী ম্যাচে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। আগামী ১৭ জানুয়ারি দুপুর দেড়টায় মাঠে গড়াবে ম্যাচটি। দুই দলের সর্বশেষ লড়াইয়ে অবশ্য ৪ উইকেটে জিতেছিল রংপুরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *