বাংলাদেশের সমর্থকদের কাছ থেকে সবসময়ই কোনো না কোনো সমালোচনা বা ট্রলের শিকার হয়েছেন গত পাঁচ বছর জাতীয় দলের হয়ে খেলা নাজমুল হোসেন শান্ত। কিন্তু এতো ট্রলের পরও শান্তর ভালো খেলার মানসিকতায় মুগ্ধ হয়েছেন লিটন দাস। লিটনের মতে, শক্ত মানসিকতা থাকার কারণেই বারবার ঘুরে দাঁড়াচ্ছেন শান্ত।
ক্যারিয়ারের শুরু থেকেই ট্রল হচ্ছেন শান্ত। জাতীয় দলের জার্সিতে সেভাবে রান না করা বা ধারাবাহিকতার অভাবের কারণেই মূলত ট্রল হচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার।
এসবের পরও সাম্প্রতিক সময়ে আলো ছড়াচ্ছেন শান্ত। গত বছর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। জোড়া হাফ সেঞ্চুরিতে তার ব্যাটে আসে ১৮০ রান। চলতি বিপিএল প্রথম চার ম্যাচে ৫৫.৬৬ গড়ে করেন ১৬৭ রান। শান্তকে নিয়ে লিটন বলেন, ‘আমার মনে হয় শান্ত মানসিকভাবে অনেক শক্ত ছেলে। যেহেতু অনেক দিন ধরে এসব মোকাবিলা করে আসছে…।
আপনার যদি জ্বর আসে, আপনি একদিন হতাশ হবেন। যখন নিয়মিত হতে থাকবে, তখন মনে হবে ধুর এটা আর এমন কী, শান্তর ক্ষেত্রেও এমন হয়ে গেছে। এক সাক্ষাৎকারে ও বলেছে, ওর মনে হয় খেলতে নামলে প্রতিপক্ষ দলের বিপক্ষে খেলে না, পুরো দেশের বিরুদ্ধে গিয়ে খেলে।
এটা একজন খেলোয়াড়ের জন্য খুব কঠিন।’ এবারের বিপিএলে মোট ছয়টি ম্যাচ খেলেছেন শান্ত। তার দল সিলেট স্ট্রাইকার্স জিতেছে প্রথম পাঁচটিতেই।
এই ছয় ম্যাচে শান্তর রান যথাক্রমে ৪৩*, ৪৮, ১৯, ৫৭, ১২ এবং ১৩। তিনটি ভালো ইনিংসের সঙ্গে আছে তিনটি গড়পড়তা মানের রান সংখ্যা। লিটন আরও বলেন, ‘শান্ত ওই জায়গা থেকে বিশ্বকাপে এত ভালো খেলেছে, ঘুরে দাঁড়িয়েছে। আমি মনে করি ও মানসিকভাবে শক্ত একটা ছেলে, তাই ওকে বলার কিছু নাই। ও জানে কী করতে হবে। ভালো-খারাপ থাকবেই। মানসিকভাবে ও যেমন শক্ত, আমিও ঠিক তা-ই। আমার মনে হয়, ও খুব তাড়াতাড়ি (ছন্দে) ফিরবে।’