ভারতের উইকেটকিপার নিজেই হাত দিয়ে বেল ফেলে দিচ্ছেন এবং তার পরে ব্যাটসম্যানের বিরুদ্ধে হিট উইকেটের আবেদন জানাচ্ছেন, এমন ছবি আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনও দেখা গিয়েছে কিনা সন্দেহ। এমন কান্ডই দেখা গিয়েছে ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে। এদিন হায়দরাবাদে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত।
প্রথম ইনিংসে হার্দিক পান্ডিয়ার আউট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ৩৯.৪ ওভারে ডারিল মিচেলের বলে পান্ডিয়াকে বোল্ড আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। তবে টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায় যে, বল লেগে নয়, বরং উইকেটকিপার টম লাথামের গ্লাভসে লেগে বেল পড়ে।
আম্পায়ারের ভুল সিদ্ধান্তেই যে হার্দিককে আউট হতে হয়, সে বিষয়ে কার্যত একমত ধারাভাষ্যকার তথা বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই তৃতীয় আম্পায়ারের এমন সিদ্ধান্তে মোটেও খুশি হয়নি ভারতীয় শিবির। হার্দিক পান্ডিয়া মাঠ ছাড়ার সময়েই নিজের হতাশা প্রকাশ করেন।
দ্বিতীয় ইনিংসে ১৫.৩ ওভারে কুলদীপের বলে হেনরি নিকোলস আউট হওয়ায় পরে ব্যাট হাতে মাঠে নামেন টম লাথাম। (১৫.৪ ওভারে) নিজের প্রথম বলেই তিনি ব্যাটফুটে গিয়ে ডিফেন্সিভ শট খেলেন। তবে ইশান কিষাণকে আউটের আবেদন জানাতে দেখা যায়।
স্টাম্প থেকে বেল পড়ে গিয়েছে দেখে ফিল্ড আম্পায়াররা লাথাম হিট উইকেট হয়েছেন কিনা যাচাই করতে তৃতীয় আম্পায়ারের কোর্টে বল ঠেলেন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে, লাথাম স্টাম্প থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলেন।
ইশান নিজের গ্লাভস দিয়ে বেল ফেলে দিয়ে আউটের আবেদন জানান। জায়ান্ট স্ক্রিনে নিজের চালাকি ধরা পড়ে যেতেই হাসিতে ফেটে পড়তে দেখা যায় ইশানকে। হাসতে দেখা যায় বাকিদেরও।
Hardik Pandya has been given out. What's your opinion?
: Disney + Hotstar#HardikPandya #INDvsNZ #India #CricTracker pic.twitter.com/jf6p6B6Zme
— CricTracker (@Cricketracker) January 18, 2023
Clear Not out
Poor umpiring #INDvsNZ #HardikPandya #ShubmanGill pic.twitter.com/o2VukKs9Fh
— palakurapappu (@mabbuman1) January 18, 2023