বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বরিশাল। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করেছে বরিশাল।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে রংপুর। টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল ফরচুন বরিশাল। সেখান থেকে অবিশ্বাস্য জুটি সাকিব-ইফতিখারের। ৮৬ বলে ১৯২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।
ইফতিখারের ৪৫ বলে ১০০ রানের ইনিংসে ছিল ৬টি চারের সঙ্গে ৯টি ছক্কার মার। ৪৩ বলে ৮৯ রান করতে সাকিব ৯টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৬টি ছক্কা। তবে এমন রানবন্যার ইনিংসেও ভালো বোলিং করেছেন রংপুরের পেসার হাসান মাহমুদ। ৪ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। হারিস রউফ ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ২ উইকেট।
বরিশাল একাদশ : এনামুল হক বিজয়, ইব্রাহিম জাদরান, ফজলে রাব্বি, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, ইফতিখার আহমেদ, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন।
রংপুর একাদশ : নাইম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদি, শোয়েব মালিক (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, সায়েম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, হারিস রউফ, রাকিবুল হাসান।