গত কয়েক দিন যাবৎ বাংলাদেশে আলোচনায় আর্জেন্টিনা। জুনে মেসিদের আনার চেষ্টা করছে বাফুফে অন্যদিকে বাংলাদেশের দুই ফুটবলার তপু বর্মণ ও মাহমুদুল হাসান কিরণ আর্জেন্টিনার তৃতীয় বিভাগ ফুটবলে খেলার প্রস্তাব পেয়েছেন।
তপুর আর্জেন্টিনা খেলার প্রস্তাবটি আর্জেন্টিনা মিডিয়াতেও এসেছে। পাগিনা ১২ নামক সংবাদ মাধ্যমে তপু ও কিরণের তৃতীয় বিভাগ লিগে প্রস্তাবের বিষয়টি বেশ ফলাওভাবে সংবাদ হয়েছে।
বাংলাদেশে মিডিয়া প্রকাশিত সংবাদ মাধ্যমে তপুর বক্তব্য উদ্ধৃতও করেছে আর্জেন্টাইন মিডিয়া। দুই ফুটবলারের বর্ণনা ছাড়াও বিশ্বকাপে আর্জেন্টিনার বাংলাদেশের সমর্থন নিয়েও আর্জেন্টাইন মাধ্যমে আলোচিত হয়েছে।
তপু ও কিরণ দুই জনই বসুন্ধরা কিংসের খেলোয়াড়। মার্চে আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের খেলা শুরু হবে। তপু ও কিরণ প্রস্তাব পেলেও এখনো আর্জেন্টিনার ক্লাবকে কিছু জানায়নি।
তাদের বর্তমান বসুন্ধরা কিংসের সঙ্গে আলোচনায় বসার কথা। বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো দুইজনের প্রস্তাবের ব্যাপারে কিছু জানে না।