বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন জাতীয় দল থেকে সাবেক হয়ে যাওয়া অলরাউন্ডার নাসির হোসেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটও এক প্রকার অনিয়মিত ছিলেন নাসির হোসেন।
গত বছর ফিটনেস পরীক্ষায় পাস না করার জন্য বিপিএলে খেলতে পারেননি। এমনকি ঘরোয়া ক্রিকেটের ছিলেন না নাসির হোসেন। তবে এবার বিপিএলে নতুনরূপে ফিরেছেন তিনি। বিপিএলে ফিরে অধিনায়কের দায়িত্ব নিয়েছেন নাসির হোসেন।
দলগতভাবে ভালো পারফরম্যান্স করতে না পারলেও ব্যক্তিগতভাবে এবারের বিপিএলটাকে নিজের করে নিয়েছেন নাসির। এখন পর্যন্ত (২৩ জানুয়ারি) বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার প্রথমেই রয়েছেন নাসির হোসেন। এছাড়াও উইকেট সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
প্রতিটি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন তিনি। ধারাবাহিকভাবে ভালো খেলা নাসিরের সংগ্রহ মোট ২৮৬ রান (৩৬*, ৪৪, ৩০ , ৩৯, ৬৬ ৫৪*, এবং ১৭)। যদিও তার খুব কাছেই রয়েছেন সাকিব আল হাসান।
২৭৫ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দুর্দান্ত করছেন নাসির হোসেন। ছয় ইনিংসে বল করে তিনি নিয়েছেন ৯ উইকেট।