বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সেরা ছন্দে রয়েছেন জাতীয় দলের টপ অর্ডার নাজমুল হোসেন শান্ত। বিপিএলের এবারের আসরে তিনটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
গতকালও দলের জয় সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি যা সুবাদে ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
শান্ত ছাড়াও গতকাল সিলেটের অন্যতম জয়ের নায়ক রায়ান বার্ল। শান্ত সিলেট স্ট্রাইকার্সকে এনে দিয়েছেন উড়ন্ত শুরু। পরে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন বার্ল। জয়ের পর সিলেটের শেষ সময়ের নায়ক বার্ল স্তুতিতে ভাসিয়েছেন শুরুর দিকের নায়ক শান্তকে।
ম্যাচের পরে শান্তর ইনিংস নিয়ে রায়ান বার্ল বলেছেন , “অসাধারণ, অসাধারণ খেলেছে সে। পাওয়ার প্লেতে সে যেভাবে শুরু করেছে, এর চেয়ে ভালো শুরু আর চাইতে পারতাম না আমরা। সব কৃতিত্ব তার। ক্লাসি… স্টাইলিশ… ক্লিশে আরও যত কথা আছে, বলতে পারেন ইনিংসটি নিয়ে। দারুণ ইনিংস ছিল।”