ইউরোপ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ঠিকানা সৌদি আরব। দেশটির ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা। সেখানেই মানিয়ে নিয়েছেন নিজেকে। নতুন ক্লাবে নাম লেখানোর পর একটি ঘড়ি উপহার পেয়েছেন সিআরসেভেন।
সেই ঘড়িটি নিয়েই এবার খবরের শিরোনাম হলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। মিরর-এর প্রতিবেদন অনুসারে, সৌদিতে নাম লেখানো রোনালদোকে এক বিশেষ ঘড়ি উপহার দিয়েছে বিখ্যাত ব্র্যান্ড জ্যাকব এন্ড কোং। যে ঘড়িটিতে রয়েছে ৩৮৮ টি দুষ্প্রাপ্য রত্ন (সাভোরাইট স্টোন)।
Cristiano Ronaldo was gifted a #SaudiArabia-themed watch to celebrate worth $780,000 (SR 3 million). pic.twitter.com/ZcO4rN6ZQq
— People Of Saudi Arabia (@pplofKSA) January 28, 2023
এ ছাড়া ১৮ ক্যারেট সোনা দিয়ে মোড়ানো ঘড়িটি। সৌদি আরবের জাতীয় পতাকার মতো ঘন সবুজ ঘড়িটি সবুজ বর্ণের। ঘড়ির স্ট্র্যাপও সবুজ বর্ণের।
এই দুষ্প্রাপ্য ঘড়িটির দামও আকাশ ছোঁয়া। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘড়িটির মূল্য ৬ লাখ ৩০ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় যার মূল্য ৬ কোটি ৩৭ লাখ টাকারও বেশি। সৌদি আরবে রোনাদোকে একাধিকবার দেখা গিয়েছে বহুমূল্যের সেই ঘড়ি পরে থাকতে।
এমন কি এই ঘড়িটি পরেই সৌদিতে পা রাখেন তিনি। এর মধ্যে আল নাসেরের জার্সিতে অভিষেক হয়েছে রোনালদোর। কদিন আগে সৌদি প্রো লিগে ইত্তেফাক এফসির বিরুদ্ধে অভিষেক মহাতারকার। কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের মাঠে রোনালদোর অভিষেক ম্যাচে ইত্তেফাককে ১-০ গোলে হারিয়ে একনম্বরে পৌঁছে গিয়েছে আল নাসের।