সম্প্রতি আবারও ছবি পোস্ট করে ভাইরাল হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডের তুমুল জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনময়ী রুপে ভক্ত-অনুরাগীদের নজর কাড়েন এই অভিনেত্রী।
আজ সোমবার (৩০ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে জিমের কয়েকটি ছবি পোস্ট করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। স্বাস্থ্য সচেতন এই অভিনেত্রী প্রায় সময়ই জিমে যান। ইতোমধ্যে সেই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। ক্যাপশনে লিখেছেন, লেটস দ্য ফান বিগান।
ওই ছবিগুলো থেকে দেখা গেছে, তার পরনে রয়েছে ডিপ নীল রঙের ট্রাউজার ও একই রঙের টি-শার্ট। জিমে ইয়োগা ম্যাটে শুয়ে কসরত করছেন এই অভিনেত্রী।
আর এর ইমধ্যে ওই পোস্টের নিচে একত্রিশ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে ১৬৬ শেয়ার এবং মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের। একজন লিখেছেন, লাভলি ক্লিক, সব সময় হাসিখুশি থাক। আরেক নেটিজেন লেখেন, বিউটিফুল। অন্য আরেকজন মন্তব্য করেছেন, গর্জিয়াস।
ফিটনেস ঠিক রাখতে নিয়মিতই শরীর চর্চা করে থাকেন নায়িকারা। শ্রাবন্তীও তার ব্যতিক্রম নন। নিজের সৌন্দর্য ধরে রাখতে বরাবরই বেশ সচেতন এই অভিনেত্রী।