বিপিএলের নবম আসরজুড়ে দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শনী করে যাচ্ছেন ফরচুন বরিশালের ব্যাটাররা। ব্যাট হাতে সাকিব বাহিনীর অন্যতম সেরা সৈনিক ইফতেখার আহমেদ। সেই ইফতেখারই পিএসএল খেলার জন্য আজ রাতে ফিরে যাচ্ছেন পাকিস্তানে। এমতাবস্থায় বরিশালের ব্যাটিং লাইনআপ কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে।
তবে বরিশাল ওপেনার ফজলে মাহমুদ মনে করেন, ইফতেখারের অভাব পূরণ করে দেবেন মাহমুুদউল্লাহ। আজ শুক্রবার মিরপুর শেরে বাংলায় খুলনা টাইগার্সকে ৩৭ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে ফজলে মাহমুদ বলেন, ‘সে আমাদের অন্যতম সেরা নির্ভরযোগ্য ব্যাটার।
সে চলে গেলে আমরা একটু তো পেছনে পড়বই। কিন্তু আমাদের তো এখনো তিনজন আছেই, তো একজনের জায়গাটা মনে হয় কাভার করতে পারবে। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) যেহেতু সুযোগ পায়নি কয়েকটি ম্যাচে, সে যেভাবে খেলে… রিয়াদ ভাই এটা কাভার করে ফেলতে পারবে।’
ফজলে মাহমুদ বললেন বটে, কিন্তু পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবারর বিপিএলে মাহমুদউল্লাহর পারফর্মেন্স কতটা করুণ।
আজ শুক্রবার পর্যন্ত ফরচুন বরিশালের হয়ে ১০ ম্যাচে ইফতেখার আহমেদ ৬৯.৪০ গড়ে করেছেন ৩৪৭ রান। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। সেঞ্চুরি করেছেন একটি আর ফিফটি তিনটি। সর্বোচ্চ অপরাজিত ১০০*। তার স্ট্রাইকরেটও দারুণ ১৬১.৩৯। ছক্কা মেরেছেন ২৩টি, চার ১৯টি। অন্যদিকে মাহমুদউল্লাহ ১০ ম্যাচের ৯ ইনিংস খেলে করেছেন মাত্র ১২৯ রান! গড় মাত্র ১৮.৪২, স্ট্রাইকরেট ১৩৫.৭৮। সর্বোচ্চ স্কোর ৩৯। ১০টি চারে পাশাপাশি ছক্কা মেরেছেন ৭টি।