সর্বশেষ

তাসনিয়া ফারিণের জন্য ভিডিও বার্তা দিলেন চঞ্চল চৌধুরী

বাংলাদেশের দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী একটি ভিডিও বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের ছবি ‘আরও এক পৃথিবী’ দিয়ে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। ছবিটি মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুয়ারি।




অতনু ঘোষ পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যসহ অনেকে। বর্তমানে সিনেমাটির প্রচারণায় কলকাতায় রয়েছেন এই অভিনেত্রী।




সেই ভিডিও বার্তায় চঞ্চল চৌধুরী বলেন, ‘বাংলাদেশের প্রতিভাবান অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত ‘আরো এক পৃথিবী’ সিনেমাটি আগামী ৩ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে। আমার প্রিয় এই সহশিল্পীর সঙ্গে অভিনয় করেছেন আমার আরেক প্রিয় কৌশিকদা (কৌশিক গাঙ্গুলি), সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা।




এখন দুই বাংলা- এপার বাংলা, ওপার বাংলা আমরা এক হয়ে কাজ করছি। এখন কোনো ভেদাভেদ নাই আমাদের মধ্যে। ওটিটি প্ল্যাটফরমে আপনারা সেটা নিয়মিত দেখছেন। ফারিণের যেহেতু কলকাতায় প্রথম বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে তার জন্য শুভকামনা থাকলো।’

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘দুই বাংলার সিনেমাকে আমাদের এগিয়ে রাখতে হবে। এখানে আপনাদের কোনো বিকল্প নাই। আপনারা সারা দুনিয়ার, সব ভাষার সব দেশের সিনেমা দেখেন। সর্ব ভারতীয় সিনেমা দেখেন কোনো সমস্যা নাই। কিন্তু বাংলা সিনেমা কিছুটা এগিয়ে রাখবেন।’

‘সবশেষে তাসনিয়া ফারিণ, অতনু ঘোষসহ সিনেমার সবার জন্য শুভেচ্ছা থাকলো,’ বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *