সর্বশেষ

আজ রাতে চলে যাচ্ছেন ইফতেখার। মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে ইফতেখার আহমেদের অভাব পূরণ করতে চায় বরিশাল

সাকিব আল হাসানের নেতৃত্বে বিপিএলের এবারের আসরে দুর্দান্ত খেলছে ফরচুন বরিশাল। যেখানে সাকিব আল হাসানের সেনাপতি হিসেবে কাজ করেছেন পাকিস্তানের ইফতেখার আহমেদ।




একটি সেঞ্চুরি সহ বিপিএলের এবারের আসরে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। আজ শুক্রবার পর্যন্ত ফরচুন বরিশালের হয়ে ১০ ম্যাচে ইফতেখার আহমেদ ৬৯.৪০ গড়ে করেছেন ৩৪৭ রান। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। সেঞ্চুরি করেছেন একটি আর ফিফটি তিনটি। সর্বোচ্চ অপরাজিত ১০০*।

তার স্ট্রাইকরেটও দারুণ ১৬১.৩৯। ছক্কা মেরেছেন ২৩টি, চার ১৯টি। ইফতেখার পিএসএল খেলার জন্য আজ রাতে ফিরে যাচ্ছেন পাকিস্তানে।




এমতাবস্থায় বরিশালের ব্যাটিং লাইনআপ ইফতেখারের অভাব পূরণ করে দেবেন মাহমুুদউল্লাহ। আজ শুক্রবার মিরপুর শেরে বাংলায় খুলনা টাইগার্সকে ৩৭ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে ফজলে মাহমুদ বলেন, “সে আমাদের অন্যতম সেরা নির্ভরযোগ্য ব্যাটার।

সে চলে গেলে আমরা একটু তো পেছনে পড়বই। কিন্তু আমাদের তো এখনো তিনজন আছেই, তো একজনের জায়গাটা মনে হয় কাভার করতে পারবে। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) যেহেতু সুযোগ পায়নি কয়েকটি ম্যাচে, সে যেভাবে খেলে… রিয়াদ ভাই এটা কাভার করে ফেলতে পারবে।”




মাহমুদউল্লাহ ১০ ম্যাচের ৯ ইনিংস খেলে করেছেন মাত্র ১২৯ রান! গড় মাত্র ১৮.৪২, স্ট্রাইকরেট ১৩৫.৭৮। সর্বোচ্চ স্কোর ৩৯। ১০টি চারে পাশাপাশি ছক্কা মেরেছেন ৭টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *