সর্বশেষ

ডলারের দাম আকাশছোঁয়া; বাবরদের পারিশ্রমিক দিতে ফ্র্যাঞ্চাইজির মাথায় হাত!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হবে আগামী ১৩ এপ্রিল থেকে। এর আগে স্থানীয় খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া নিয়ে বিপদে পড়ে গেছে পিএসএলের দলগুলো।




পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দেশি-বিদেশি সব খেলোয়াড়কে মার্কিন ডলারে পারিশ্রমিক দিতে হবে। কিন্তু ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান এতটাই কমে গেছে যে কিভাবে পারিশ্রমিক দেওয়া হবে তা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাথায় হাত!

পিএসএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানি ক্রিকেটারদের পারিশ্রমিকের ৭০ শতাংশ পরিশোধ করতে হয়। বাকি ৩০ শতাংশ দিতে হবে টুর্নামেন্ট শেষে। কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা তো রুপিতেই পারিশ্রমিক নিতে পারতেন, ডলারে কেন?




একটি দলের কর্মকর্তা ‘ক্রিকেট পাকিস্তান’কে বলেছেন, পিসিবি স্থানীয় ক্রিকেটারদেরও ডলারে পারিশ্রমিক দেওয়া বাধ্যতামূলক করেছে।

এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে দেখা করলেও কোনো সমাধান আসেনি। গত দুই দশকের মাঝে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মানের রেকর্ড পতন ঘটেছে। এক ডলার কিনতে খরচ হয় ২৫৫ পাকিস্তানি রুপি। গত ১৫ ডিসেম্বর পিএসএলের প্লেয়ার্স ড্রাফটের সময় এক ডলার কিনতে খরচ হতো ২২৫ পাকিস্তানি রুপি।




পিএসএলে প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক হয়ে থাকে এক লাখ ৭০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার ডলার। ডায়মন্ড ৮৫ থেকে ৬০ হাজার, গোল্ড ৫০ থেকে ৪০ হাজার এবং সিলভার ২৫ থেকে ১৫ হাজার ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *