সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ মার্চ বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
এই সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ যে কারণে টাইগারদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ হলেও এই সিরিজ দিয়ে আগ্রহ নেই ইংল্যান্ডের।
দল ঘোষণা হলেও এখন পর্যন্ত বাংলাদেশ সিরিজের সম্প্রচার স্বত্ব কিনতে রাজি হয়নি ইংল্যান্ডের কোনো টেলিভিশন বা রেডিও স্টেশন।
এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের ম্যাচ সরাসরি সম্প্রচার করে থাকে স্কাই স্পোর্টস অথবা টকস্পোর্টস। দ্য টেলিগ্রাফ জানিয়েছে এখনো তাদের কেউই ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ দেখানোর উদ্যোগ নিতে পারেনি।
ইংলিশ গণমাধ্যমগুলোর ধারণা, শেষ সময়ে টকস্পোর্টস এই সিরিজের সম্প্রচার স্বত্ব কিনতে পারে। ইতোমধ্যে তারা দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও নিউজিল্যান্ডের টেস্ট সম্প্রচার করছে। বাংলাদেশ সিরিজ সম্প্রচার করলে এটি হবে হবে চলতি বছরে ইংল্যান্ডের তৃতীয় সিরিজ, যেটি টকস্পোর্টস দেখিয়েছে।