সর্বশেষ

আবারো ক্রিকেটে ফিরলেন আফ্রিদি, ব্যাট হাতে তুললেন ঝড়

বুম বুম শাহিদ আফ্রিদির বয়স কত? ১৯৭৭ সালে জন্ম হয়ে থাকলে তাঁর বয়স এখন ৪৬। কিন্তু আফ্রিদির ব্যাটিং দেখলে মনে হবে ‘বুম বুম’-এর বয়স আটকে সেই আঠারোতেই।




গত শনিবার আফ্রিদি তাঁর মেজো মেয়ে আনশার সঙ্গে বিয়ে দিয়েছেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদির। করাচিতে মেয়ের বিয়ে দিয়ে আফ্রিদি তার পরের দিনই চলে এসেছেন কোয়েটায়।

এদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান নির্বাচক প্রধান অংশ নিয়েছিলেন পাকিস্তান সুপার লিগে। নবাব আকবর খান বুগতি ক্রিকেট স্টেডিয়ামে পেশওয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে আফ্রিদি খেললেন। শ্বশুরমশাইয়ের বিস্ফোরক ব্যাটিং দেখে থ হয়ে গিয়েছে বাইশ গজ।




এবার বুম বুম আফ্রিদি চেনা মেজাজেই ১৭ বলে করলেন ২৫ রান। তাঁকে ব্যাট হাতে মাঠ মাতাতে দেখে ফ্যানরা ফের উদ্বেল হয়ে গিয়েছেন। আফ্রিদির স্ট্রোক প্লে দেখে হতবাক

হয়ে গিয়েছেন অনুরাগীরা। নস্ট্যালজিয়ায় ডুব দেন তাঁর। ট্যুইটারে আফ্রিদির জন্যই তাঁরা গলা ফাটালেন। আফ্রিদি যেন ঘড়ির কাঁটা পিছন দিকে ঘুরিয়ে দিলেন এদিন।

এর আগে গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চোট পাওয়ার পর থেকেই দলের বাইরে ২২ বছরের পেসার। দ্রুত ফিট হয়ে দলে ফিরতে শ্বশুর শাহিদের সঙ্গেই শাহিন সারছেন ট্রেনিং।




ইতিমধ্যেই দেখা গিয়েছে, নেটে ব্যাট হাতে শ্বশুরমশাই। আর তাঁকে বল করছেন শাহিন। এই বয়সেও জামাইয়ের পেসে তুলে শট মারছেন শাহিদ। এমন শ্বশুর-জামাই সম্ভবত দেখেনি বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *