সর্বশেষ

পরনে স্পোটস ব্রা হট প্যান্ট, কাঁচা বাদাম গানে শরীর দুলিয়ে তুমুল নাচ ছোট পর্দার ঝিলিকের, ভাইরাল ভিডিও

কাঁচা বাদামের জনপ্রিয়তা এখন তুঙ্গে। বীরভূমের একজন সাধারণ বাদাম বিক্রেতা নিজের বিজনেসের জন্য গান বানিয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছেন। বিশ্ব দরবারের কাছে পরিচিতি পেয়েছেন ভুবন বাদ্যকার।




পরনে স্পোটস ব্রা হট প্যান্ট, ভুবন বাবুর ‘কাঁচা বাদাম’ গানে শরীর দুলিয়ে তুমুল নাচ ‘ঝিলিক’ তিথি বসুর, ভাইরাল ভিডিও –

এমনকি এই সাধারণ বাদাম বিক্রেতার গান ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছেন তাবড় তাবড় সেলিব্রিটিরাও। শুধু ভারত নয়, দক্ষিণ আফ্রিকার বিখ্যাত মিউজিক ডিরেক্টর ভুবন কাকুর কাঁচা বাদাম গানের রিমিক্স ভার্সন বের করে ফেলেছেন।




এছাড়া সাউথ কোরিয়া BTS-এর দেশের এক মা-মেয়ে কাঁচা বাদাম গানে নেচে নেটদুনিয়া কাপিয়েছেন। এরপর কাঁচা বাদাম গানে কোমর দুলিয়ে ভাইরাল হলেন সকলের প্রিয় ছোট্ট ঝিলিক ওরফে তিথি বসু । স্টার জলসার মা (Maa) সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক কিন্তু এখন অনেক বড়ো হয়েছে।




সেই ঝিলিকই এখন হট অবতারে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার ঝড় তুলছেন। এবার হট প্যান্ট, স্পোর্টস ব্রা, স্পোর্টস শু, খোলা চুলে ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানে বাড়ির ছাদে তুমুল নাচলেন তিথি বসু ।


আর ভিডিও পোস্ট করতেই ভক্তরা ভালোবাসায় ভরিয়েছেন। নাইস, বিউটিফুলের মতো কমেন্ট তো তিথির যে কোনো পোস্টের কমেন্ট বক্সে কমন ব্যাপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *