সর্বশেষ

ম্যাচ হারের কারণ হিসাবে সাকিবকেই দায়ী করে ফেসবুকে পোস্ট করল ফরচুন বরিশাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ও বিতর্ক দিয়েই ফিরলেন সাকিব আল হাসান। আজ বিপিএলের এলিমেন্টর ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরেছে ফরচুন বরিশাল। ম্যাচ হারের কারণ হিসেবে সাকিবের ব্যাটিংয়ে না নামাই অনেকে দেখছেন।




সাকিবের এই সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। ম্যাচ শেষের পরপরই অপ্রত্যাশিত এক পোস্ট ভেসে উঠে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে।‌যেখানে হারের জন্য দায়ী করা হয় খোদ অধিনায়ক সাকিবকেই। ফরচুন বরিশাল সেই পোস্টে লেখে, “১৫ তম ওভার এবং বরিশালের স্কোর তখন ৩ উইকেটে ১২৬ রান। কোচ নাজমুল আবেদীন ফাহিম যেমনটা বলেছেন, যে এটা অধিনায়কের সিদ্ধান্ত ছিল।




সাকিব, আপনি বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিংয়ে না আসার”। “আপনি রাজাপক্ষেকে পাঠিয়েছেন যার কি না বিপিএল খেলার অভিজ্ঞতাই নেই। এমনকি আপনি ডোয়াইন প্রিটোরিয়াসকেও পাঠাননি যিনি কি না আগের ম্যাচে ব্যাটিংয়ের ত্রাণকর্তা ছিলেন”। “প্রতিপক্ষকে আটকাতে আপনার বোলাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে গেছেন।




কিন্তু এই হারের মূল কারণ হলো আপনার অকার্যকরী ব্যাটিং রোটেশন সিস্টেম। সাকিবের কাছে একটা প্রশ্ন-আপনি কি এই হারের দায় এড়াতে পারবেন।” যদিও সেই পোস্টটি কিছুক্ষণ পর মুছে ফেলা হয়। এবং এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে বলেছেন বরিশাল মিডিয়া কর্তৃপক্ষ।




বরিশালের পক্ষ থেকে জানানো হয়, “ফরচুন বরিশাল দলের অফিসিয়াল ফেসবুক পেইজে অনাকাঙ্ক্ষিতভাবে একজন এডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিল, যেটা সত্যিই হতাশাজনক। ভুলবশত পোস্টটি অফিসিয়াল পেইজে চলে গেছে বলে জানান তিনি। পোস্টটি ডিলিট করা হয়েছে এবং ছেলেটিকে এডমিন থেকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *