সর্বশেষ

এমন হলে…. আমরা পরের মৌসুমে আর আসবো না : বরিশাল দলের মালিক মিজানুর রহমান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার আসরে শক্তিশালী দল করেছিল ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের নেতৃত্বে টুর্নামেন্টে শুরুটা ভালই করে বরিশাল। কিন্তু বিদেশী ক্রিকেটাররা চলে যাওয়ায় শেষ মুহূর্তে বড় ধরনের বিপদে পড়তে হয় বরিশালকে। যেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান।




গতকাল এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বরিশাল। ওই হারের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় দলটির মালিক মিজানুর রহমানের কণ্ঠে। আগামী আসর থেকে বিপিএলে অংশগ্রহণ না করার কথা ব্যাক্ত করেন তিনি।




দল হেরে যাওয়া পেছনে ফরচুন বরিশাল মালিক দায়ী করলেন বিপিএল আয়োজনের সময়কাল নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছাড়াও একই সময় অনুষ্ঠিত হয়েছে আরও বেশ কিছু জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লীগ। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা এবং দুবাই অনুষ্ঠিত নতুন দুটি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগের জন্য বিদেশী ক্রিকেটারদের বড় ধরনের সংকট দেখা দিয়েছিল বিপিএলে।‌




যদিও পাকিস্তানে ক্রিকেটাররা এসে কিছুটা হলেও সেই সংকট দূর করেছিল কিন্তু বিপিএল শেষ না করে দেশে ফিরতে হয়েছে তাদেরকে। যেটা বড় খেসারত দিতে হয়েছে বরিশালকেই। বিশেষ করে প্লে-অফে এসে ফরচুন বরিশাল হারিয়েছে তাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে।




আর তাই বিপিএলের সময়সূচি নিয়ে বেশ হতাশ ফরচুন বরিশাল মালিক। ম্যাচ শেষে মিজানুর রহমান বলেন, “আসলে সময়সূচিটা দেখতে হবে। সময়সূচি যদি এমন এলোমেলো হয়, তবে আমরা পরের মৌসুমে আর আসবো না। একজন ক্রিকেটারকে নেবো সে যেন নিয়মিতভাবে শেষ পর্যন্ত থাকতে পারে। যদি এখনকার মতো উইন্ডো হয়, তবে ফরচুন বরিশাল উইল নট কাম ব্যাক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *