পর্দা নামার দ্বারপ্রান্তে বিপিএলের নবম আসর। বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স। আর এ ম্যাচের মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন মাশরাফি বিন মুর্তজা।
বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয়ের রেকর্ডও মাশরাফির দখলে। হার আছে ৩৫টি। শতকরা জয় ৬৪ দশমিক ৬৪ শতাংশ।
২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কও নড়াইল এক্সপ্রেস। এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলছেন ম্যাশ। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি।
বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপা জেতেন ম্যাশ।
এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ পান দেশসেরা অধিনায়ক। খেলোয়াড় হিসেবেও চলমান আসরে শততম খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। খেলোয়াড় হিসেবে আজ পর্যন্ত বিপিএলে ১০৫ ম্যাচে বল হাতে ৯৭ উইকেট ও ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন মাশরাফি।