চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামল বৃহস্পতিবার। ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ভক্ত-সমর্থকদের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল টুর্নামেন্ট সেরার পুরস্কার কে পাচ্ছেন।
তবে সবাইকে হটিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন নাজমুল হোসেন শান্ত। পুরো টুর্নামেন্টে ৫১২ রান করেছেন সিলেটের এই ওপেনার।
তালিকায় ছিল সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়ের নাম। আলোচনায় ছিলেন রনি তালুকদারও। তবে জোর দাবিদার হয়ে ছিলেন সাকিব আল হাসান। কারণ ফরচুন বরিশালের এই অধিনায়ক টুর্নামেন্টে ৩৭৫ রানের সাথে নিয়েছেন ১২ উইকেট। তবে সাকিবকে হটিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন শান্ত।
এদিকে টুর্নামেন্টে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। এছাড়া ম্যান অব দ্য ফাইনাল জিতেছেন কুমিল্লার বিদেশি ক্রিকেটার জনসন চার্লস। এই ব্যাটার ব্যাট হাতে করেছেন ৫২ বলে ৭৯ রান।