সদ্য সমাপ্ত বিপিএলের ব্যস্ততা শেষে সপরিবারে ওমরাহ পালন করতে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি পবিত্র কাবা শরিফের সামনে তোলা নিজেদের একটি ছবি পোস্ট করে টাইগার অলরাউন্ডার শুনিয়েছেন, ন্যায় ও সত্যের পথে থাকার কথা।
গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সপরিবারে ওমরা পালনে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মেহেদী লিখেছেন, ‘আল্লাহর থেকে শুরু জীবনের যাত্রা আল্লাহতে থামবে।
তাই জীবনকে আল্লাহর জন্য গড়তে হবে। যারা এমন পথে চলেছেন সেই পথে আমাদেরও আল্লাহ কবুল করুক। জুমা মুবারক!’ উল্লেখ্য,
ফরচুন বরিশালের হয়ে সদ্যসমাপ্ত বিপিএল খেলেছেন মিরাজ। অলরাউন্ডিং পারফর্মে দলকে টেনেছেন। এলিমিনেটরে রংপুরের বিপক্ষে হেরে বাদ পড়ার দিনে ফিফটিও হাঁকিয়েছিলেন মিরাজ।