সর্বশেষ

সুখবর দিলেন চিত্রনায়িকা ববি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রের একজন হিসেবে মেলে ধরতে সক্ষম হন তিনি। দেশের পাশাপাশি টালিউডের ছবিতেও কাজ করেছেন তিনি।




অভিনয়ের পাশপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থাও। তবে শুটিংয়ের লাইট-ক্যামেরা ও অ্যাকশনে নিজেকে সবসময় মেলে ধরলেও, ব্যক্তিগত জীবনে তিনি একজন সমাজকর্মীও বটে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে তিনি বরাবরই থাকেন। বর্তমানে ‘মেঘ কন্যা’ সিনেমার কাজ শেষ না করতেই নতুন সিনেমায় নাম লেখান।




সিনেমাটির অধিকাংশ শুটিং লন্ডনে করা হবে বলে জানা যায়। আর এজন্য শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) লন্ডনে উড়াল দিবেন ববি। এ প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। অসুস্থতার কারণে একটু লেট হলো। ১৭ তারিখ লন্ডন যাচ্ছি।

টিকেট কনর্ফাম করেছি। সেখানে একটানা ২০ দিন শুটিং করব। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলছি না। আশা রাখছি ভালো কিছুই হবে।




সবাই দোয়া করবেন আমার জন্য।’ প্রসঙ্গত, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’র একটি আইটেম গানে পারফর্ম করেছেন ববি। আর এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন তিনি। গানটির শিরোনাম ‘চালাও গুলি’। মীর মাসুমের সংগীত ও সুরে গানটির কোরিওগ্রাফি করেছেন বিশ্বজিৎ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *