সর্বশেষ

‘সাকিব! এই সাকিব’ : তামিম ইকবাল

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে বর্তমানে চট্টগ্রাম অবস্থান করছে বাংলাদেশ এবং ইংল্যান্ড ক্রিকেট দল।




চট্টগ্রামে আজ অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে আগামীকালকের ম্যাচের উইকেট দেখছিলেন তামিম ইকবাল।

তবে তখনই দেখা গিয়েছে একটি দৃশ্য। যেটি অবসান ঘটিয়েছে হাজার আলোচনা। উইকেট দেখার সময় সাকিবকে ডেকে নিলেন তামিম। সাকিব তখন ব্যস্ত ছিলেন হাতের ফুটবল নিয়ে। তামিমের ডাক তাঁর কানে পৌঁছায়নি। তামিমও সেটি বুঝতে পেরেছিলেন।




তাই আরও একবার চেঁচিয়ে উঠলেন, ‘সাকিব! এই সাকিব!’ আসলে পিচ নিয়ে আলোচনায় সাকিবের মত নেওয়াটা জরুরি ছিল ওয়ানডে অধিনায়কের। সে জন্যই দূর থেকে চেঁচিয়ে অভিজ্ঞ অলরাউন্ডারকে ডাকছিলেন। তামিমের সেই ডাকে তৎক্ষণিকভাবেই সাড়া দিয়ে ছুটে আসলে আমি সাকিব আল হাসান।




তিনজনের আলোচ্য বিষয় যে চট্টগ্রামের উইকেট, সেটি বোঝা যাচ্ছিল সাকিব-তামিমের শরীরীভাষায়। সাকিব বাঁহাত ঘুরিয়ে উইকেটের বাঁক কতটুকু হতে পারে, সেটি বোঝাচ্ছিলেন। তামিমও হাতের ব্যাট দিয়ে শ্যাডো করছিলেন কিছুক্ষণ। তিনজনের আলাপটা চলল মিনিট পাঁচেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *