তারকা ক্রিকেটারদেরকে ছুঁয়ে দেখতে কতই না কান্ড করে থাকেন ভক্তরা। বাংলাদেশী ক্রিকেটারদের ক্ষেত্র দেখা গিয়েছে একাধিকবার। অনেকবারই খেলা চলাকালীন সময় সাকিব মাশরাফিদের ভক্ত ছুটে গেছেন তাদের কাছে।তবে গতকাল চট্টগ্রামে ঘটেছে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।
জাতীয় দলের তারকাদের ব্যাট ছুঁয়ে দেখতে চান অনেক ক্রিকেটারই। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান বা তামিম ইকবালদের কাছ থেকে ব্যাট চেয়েও নেন তাঁদেরই জাতীয় দলের কোনো সতীর্থ। আবার তাঁরাও খুশি হয়ে সতীর্থদের ব্যাট উপহার দেন। অথচ রোববার চট্টগ্রামে অনুশীলনের সময় মুশফিকের নতুন ব্যাট টি-টোয়েন্টি দলের ব্যাটসম্যান রনি তালুকদার হাতে নেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে।
রনির ওপর রেগে যান মুশফিক। ব্যাগ থেকে তাঁর নতুন ব্যাট বের করায় টিম বয়কে ধমকও দেন উইকেটরক্ষক এই ব্যাটার। শুধু রনি নন, মাহমুদউল্লাহ রিয়াদও ব্যাটিং শ্যাডো করছিলেন মুশফিকের নতুন ব্যাট নিয়ে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গিয়েছে এরই কয়েকটি ছবি।
বাংলাদেশের ওয়ানডে এবং টি-২০ দল একসঙ্গে চট্টগ্রামে গেছে। তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে ওয়ানডে এবং টি-২০ দলের ক্রিকেটাররা একসঙ্গে অনুশীলনও করেছে। সেখানেই এই অপ্রীতিকর ঘটনা। আট বছর পর জাতীয় দলে ফিরে রনি তালুকদার উষ্ণ অভ্যর্থনা পেলেন না। মূলত মুশফিকের ব্যাট দিয়ে অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অনুশীলন শেষে তিনি মুশফিককে ব্যাট ফেরত দিচ্ছিলেন।
এমন সময় পাশে থাকা রনি তালুকদার ব্যাটটি চান। এমনকি ব্যাটটি হাতে নেয়ার চেষ্টাও করেছিলেন আট বছর পর জাতীয় দলে ডাক পাওয়া এই ওপেনার। তাতে চটে যান মুশফিক। ক্ষিপ্ত হয়ে টিমবয়কে বলেন, ‘এই ব্যাট দিয়ে ব্যাটিং করতে কইসস ক্যান? নাম লিখে রাখছি এখানে।’ এখানেই থামেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে এরপর যা বলেছেন সেটা ভাষায় প্রকাশ করার অযোগ্য। পাশে দাঁড়িয়ে থাকা দুই জুনিয়র ক্রিকেটার শরিফুল ইসলাম ও শামীম পাটোয়ারি অবশ্য হাসছিলেন। আর মুশফিককে এমন রুদ্রমূর্তিতে দেখে পাশ কাটিয়ে নীরবে হেঁটে চলে যান রনি।