আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম। ফিরেছেন শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, ইয়াসির আলী। ওয়ানডে দলে নতুন মুখে অভিষেকের অপেক্ষায় জাকির হাসান।
২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। গত এশিয়া কাপের পর থেকে টি-টোয়েন্টির দলেও তিনি নেই। একমাত্র ওয়ানডেতেই তিনি ছিলেন নিয়মিত। এবার সেই সংস্করণ থেকেও বাদ পড়লেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন মাহমুদউল্লাহর দলে না থাকার বিষয়টিকে ‘বিশ্রাম’ বলেছেন।
তাঁর কথা, ‘আমরা তাঁকে বিশ্রাম দিয়েছি। নতুন ক্রিকেটারদের দেখে ওয়ানডের জন্য পুল বড় করার একটা পরিকল্পনা আছে। সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত।’ শরীফুল, নাসুম ও ইয়াসিরের দলে ফেরার কারণও সেটি, ‘আমরা চাই ওরা নিজেদের প্রমাণ করুক। তিনজনই আমাদের পরিকল্পনায় ছিল।
এটা তাদের আরও একটা সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর।’ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জাকিরের। তবে সাদা বলের ক্রিকেটে তাঁর ব্যাটিং নির্বাচকদের পছন্দ, ‘বিপিএলে সে ভালো করছে। প্রিমিয়ার লিগেও সে রান করা ক্রিকেটার। আমরা দেখতে চাই এখন আন্তর্জাতিক ক্রিকেটে সে কেমন করে।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকা হয়ে সিলেট পৌঁছেছে আয়ারল্যান্ড দল। তিন সংস্করণ ক্রিকেটের সফরটি শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে। তিনটি ওয়ানডেই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ, প্রথম ম্যাচ ২৭ মার্চ।
আর সফরের একমাত্র টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম।