টানা ২য় বারের মত বাংলাদেশের হেড কোচ হওয়ার পর চন্দ্রকি হাথুরুসিংহে টি২০ বিশ্বকাপের পর বিসিবির সাথে নতুন ভাবে চুক্তি করবেন না। ২য় বার বাংলাদেশের কোচ হওয়ার পর সাফল্যের চেয়ে বাংলাদেশের পতনই বেশী দেখেছেন হাথুরুসিংহে।
শেষ জিম্বাবুয়ের সিরিজের শেষ ম্যাচ সহ যুক্তরাষ্ট্রের সাথে প্রথম ২ ম্যাচের হার নিজের চোখে দেখেছে তিনি। তিন হার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে চিরিকাল। বিসিবির এক সূত্র থেকে জানা গিয়েছে বাংলাদেশের নতুন প্রধান কোচ হবেন খালেদ মাহমুদ সুজন যিনি টি২০ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের দায়িত্ব হাতে নিবেন।