সর্বশেষ
KOLKATA, INDIA - OCTOBER 31: Shakib Al Hasan of Bangladesh makes their way off following the ICC Men's Cricket World Cup India 2023 between Pakistan and Bangladesh at Eden Gardens on October 31, 2023 in Kolkata, India. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

ব্রেকিং নিউজঃ বিশ্বকাপ শুরুর আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ সিরিজে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ দল। র‍্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকা দেশটির কাছে সিরিজ হারে শান্ত-সাকিবরা। বাকি ক্রিকেটারদের মতো সেই সিরিজে ব্যাটে-বলে মলিন ছিলেন সাকিব আল হাসানও।

সাদামাটা পারফরম্যান্সের প্রভাব পড়েছে সাকিবের র‍্যাঙ্কিংয়েও। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে বুধবার (২৯ মে) সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তারকা এই ক্রিকেটার টি-২০ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হয়ে গেছে।

২২৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব। তাকে টপকে শীর্ষ অলরাউন্ডার হিসেবে তালিকার সবার ওপরে উঠেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাটিংয়েও পিছিয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্র সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।

এই তালিকায় যৌথভাবে ৮২তম স্থানে রয়েছেন সাকিব। আর বোলিংয়ে এক ধাপ অবনতি হয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারের অবস্থান ৩১ নম্বরে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সিরিজে ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে সাকিব করেছেন ৩৬ রান। ৭.৪০ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *