সর্বশেষ

বকেয়া পারিশ্রমিক নিয়ে যা বললেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার

চলমান বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম পর্বে অনুশীলন বয়কটের ঘটনাও ঘটেছিল। এসবের মধ্যেও গতকাল বৃৃহস্পতিবার উড়তে থাকা রংপুর রাইডার্সকে হারিয়েছে দলটি।

রংপুরের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে বকেয়া ইস্যুতে রায়ান বার্ল বলেন, ‘আসলে খেলোয়াড় হিসেবে মাঠে গেলেই আপনি জিততে চাইবেন। ডু অর ডাই ম্যাচ ছিল। আমাদের জিততেই হবে। আমাদের মনোযোগ এখানেই। ২ ম্যাচ বাকি আছে আমাদের। এখানেই আছি আমরা। এটা চালিয়ে যেতে চাই আমরা। আসলে আমি এসব (পেমেন্টের ব্যাপার) দেখি না। আমাদের এজেন্ট রয়েছে। আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি।’

রংপুরের বিপক্ষে একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন বার্ল। এ নিয়ে তিনি বলেন, ‘মজার ছিল। হয়ত প্রথমবারেই ক্যাচটা ধরে ফেলা দরকার ছিল আমার। আমার চোটের জায়গাটার কাছে ছিল এটা। ভাগ্যবান ছিলাম দ্বিতীয়বারে লুফে নিতে পেরেছি। চোট না থাকলে হয়ত প্রথমবারে নিয়ে ফেলতে পারতাম। এটাই আসলে ক্রিকেট। দারুণ খুশি আমি।’

এদিকে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ফ্র্যাঞ্চাইজিদের পেশাদারিত্ব এবং ফ্যানবেজ নিয়ে বলেন, ‘রংপুর বা বরিশালের যে ফ্যানবেজ… সিলেট-চট্টগ্রামে প্রচুর দর্শক। ভালো ফ্র্যাঞ্চাইজি আসলে, পেশাদারভাবে ফ্র্যাঞ্চাইজি চালালে দর্শক অনেক বেশি মাঠে আসবে। এটা আসল পয়েন্ট।’

‘আমাদের বুঝতে হবে বিপিএলে পেশাদারিত্ব আছে। দলগুলোর জন্য আরও কিছু বিষয় আছে যা উন্নতি করা যায়। রংপুর-বরিশাল, এমনকি চিটাগংয়েরও… এগুলো পেশাদারিত্বের সাথে সামলালে আরও দর্শক আসবে। সেভাবেই ডিল করা উচিৎ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *