সর্বশেষ

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গ্রে”প্তা”র

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানতে চাইলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, মানিকগঞ্জ জেলা ডিবি (গোয়েন্দা পুলিশ) নাঈমুর রহমান দুর্জয়কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন প্রথম আলোকে বলেন, নাঈমুর রহমান দুর্জয়কে রাত সাড়ে আটটার দিকে লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর ও মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ–বাণিজ্যসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ২৪ অক্টোবর সাবেক এই সংসদ সদস্য ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার একটি আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *