আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে গণভবনে সভাপতিমণ্ডলীর সভা শেষে এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব বৈঠকে সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।
দলের ২২তম জাতীয় সম্মেলনের এক দিন পর নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যদের নিয়ে সন্ধ্যা ৭টায় বৈঠকে বসেন দলের নবনির্বাচিত সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।