বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার নিজের সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন এই সাউথ আফ্রিকান কোচ। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
কদিন আগেই তার অধীনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। যদিও টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।
সিরিজের পরই ক্রিসমাসের ছুটিতে গিয়েছেন তিনি। ডমিঙ্গোর পদত্যাগের বিষয় নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি বিসিবি।
অবশ্য দুদিন আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ দলের কোচিং প্যানেলে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।