সর্বশেষ

প্রথমবারের মতো ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স, দলের প্রতি ধারাবাহিক অবদান বিচার করে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করেছে মেনস ওডিআই বর্ষসেরা একাদশ-২০২২ । ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পছন্দের সংস্করণ হলেও ওয়ানডে দল থেকে একমাত্র মিরাজই জায়গা পেলেন এই একাদশে।




বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে আফিফ হোসেনের সাথে সপ্তম উইকেটে ১৭৪রানের মহাকাব্যিক জুটি গড়েন মিরাজ। ৪৬রানে ৬উইকেট হারানো বাংলাদশেকে টেনে তুলেন ধ্বংস্তুপ থেকে। বছরের শেষে ডিসেম্বরে ভারতের বিপক্ষে সে অবিকল পারফরম্যান্স করলেন এই স্পিন অলরাউন্ডার। প্রথম ওয়ানডেতে ম্যাচ জেতানোর পর দ্বিতীয় ওয়ানডেতে আট নম্বরে নেমে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ।




এবার মিরাজ জায়গা করে নিলেন ইএসপিএনক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে দলে । ক্রিকইনফোর এই দলের অধিনায়কত্ব সামলাবেন পাকিস্তানের দলপতি বাবর আজম। ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের সাথে ভারতের শুভমান গিল। বাবর খেলবেন তিন নাম্বারে।

কিপার ব্যাটার নিউজিল্যান্ডের টম ল্যাথামের আগে ব্যাটিং অর্ডারে আছেন আরেক ভারতীয় শ্রেয়াস আইয়ার। ব্যাটিং অর্ডারের ৬ ও ৭ নম্বরে জায়গা পেয়েছেন সিকান্দার রাজা ও মেহেদী হাসান মিরাজ।




স্পিন অলরাউন্ডার মিরাজের সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। এছাড়া একাদশে জায়গা পেলো তিন পেসার। তারা হলো- ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, ভারতের মোহাম্মদ সিরাজ ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ।

ইএসপিএনক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে দল:

ট্রাভিস হেড, শুভমান গিল, বাবর আজম (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা ও ট্রেন্ট বোল্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *