সর্বশেষ

এবার বিপিএলের নবম আসর আকর্ষনীয় করে তুলতে থাকছে সব ধরনের অত্যাধুনিক নতুন প্রযুক্তি

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসর। এবারের আসরকে সামনে রেখে বিসিবি বেশ গোছালো আয়োজনের চেষ্টা করছে শুরু থেকেই। সেই ধারাবাহিকতায় এবারের আসর মোড়ানো থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তিতে।




বিপিএলের বিগত আসরগুলোতে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের অভাব বা অপূর্ণাঙ্গতা নিয়ে অনেক সমালোচনা হয়েছে।

এবার অবশ্য শুরু থেকেই থাকছে ডিআরএসের পূর্ণ ব্যবহার। আলট্রা এজ, বল ট্র্যাকিং, আলট্রা মোশন ক্যামেরা, ড্রোন, স্টাম্প ক্যামেরা, জিং বেল- সবই থাকছে ৯ম আসরে। তবে এবার হবে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। তাতে অবশ্য জৌলুস কমছে না। মাঠে এসে খেলা দেখার পাশাপাশি নাগরিক টিভি ও দারাজ অ্যাপের মাধ্যমে সবগুলো ম্যাচ দেখতে পারবেন দেশের মানুষেরা।




সেই সাথে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপিএল দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।  এবার সম্প্রচারের কাজে ৩০ থেকে ৩৬টি ক্যামেরা ব্যবহার করা হবে।

ফলে মাঠে না থেকেও মাঠের ভিউ ভালোভাবে পাবেন দর্শকরা। টিভি ও মোবাইল-কম্পিউটারের পর্দায় খেলা আরও উপভোগ্য করে তুলতে নামীদামী ধারাভাষ্যকারদেরও আনা হচ্ছে। বিপিএলকে ঘিরে বিপিএল গভর্নিং কাউন্সিলের শেষমুহুর্তের প্রস্তুতি চলছে।




আগামী শনিবার (৩১ ডিসেম্বর) টুর্নামেন্ট কমিটির বৈঠকের পর আরও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ৬ জানুয়ারি আসর শুরুর আগে ২ জানুয়ারি থেকে শুরু হবে দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলন। তার আগেই বিদেশি ক্রিকেটাররা চলে আসবেন ঢাকায়। প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৪ জানুয়ারি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *