সর্বশেষ

৬ষ্ঠ বারের মত বর্ষসেরা সাকিব, পাপনের সঙ্গে রসিকতা

দেশের ক্রীড়া পুরষ্কারের ইতিহাসে ‘অস্কার’ হিসেবে পরিচিত তীর-প্রথম আলো পুরস্কার। করোনা পরবর্তী বাধা পেরিয়ে দুই বছর বিরতি দিয়ে আবারও অনুষ্ঠিত হল। ২০২১ সালের সেরা ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের হাতে। গতকাল (৩১ ডিসেম্বর) পাওয়া পুরস্কারটি সহ এই নিয়ে ৬ষ্ঠবারের মতো বর্ষসেরা হলেন সাকিব।




বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি কাপ্তান আগেরদিনই জিতেছেন আরেক পুরস্কার। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে স্বাধীনতার ৫০ বছরে সেরা ক্রীড়াবিদের পুরস্কার দেওয়া হয়। ঐ পুরস্কারটিও উঠেছে সাকিবের হাতে।

বিচারকদের রায়ের পাশাপাশি পাঠকদের ভোটেও তীর-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন সাকিব। বর্ষসেরার পুরস্কারটি সাকিব নিয়েছেন জাতীয় দলে তার প্রথম অধিনায়ক হাবিবুল বাশারের কাছ থেকে। পাঠকের ভোটে জেতা পুরস্কারটি নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে।




মঞ্চে এ নিয়ে দুজনে রসিকতাও করেন। সাকিব যেমনটা বলছিলেন, ‘পাপন ভাই ভোট হলে কিন্তু আপনাকে হারিয়ে দিব।’ সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান এবার জিতেছেন আজীবন সম্মাননা।

বর্ষসেরা ক্রীড়াবিদে রানার আপ হয়েছেন দুই ক্রিকেটার লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ সশরীরে উপস্থিত হলেও লিটন ছিলেন না ব্যক্তিগত কারণে। বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে আর্চার দিয়া সিদ্দিকীর হাতে। যেখানে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় ফুটবলার শাহেদা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *