সর্বশেষ

সাকিব-নবীদের টপকে বছরের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডার মিরাজ

সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়ার বিচারে সবাইকে পেছনে ফেলে ওয়ানডে ফরম্যাটে ২০২২ সালের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে ২০২২ সালটা দুর্দান্ত কেটেছে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। নান্দনিক পারফরম্যান্সের স্বীকৃতিও পাচ্ছেন তিনি।




বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে এই বছরটা সোনায় সোহাগা মিরাজের। ইএসপিএন ক্রিকইনফো থেকে শুরু করে উইজডেন, প্রায় প্রত্যেকের বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন মিরাজ।

সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়ার বিচারে সবাইকে পেছনে ফেলে ওয়ানডে ফরম্যাটে ২০২২ সালের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডার মিরাজ।




ক্রিকেট ক্যারিয়ার শেষে আঞ্জুম এখন ধারাভাষ্যকার। সেই সুবাদে বহুবার এসেছেন বাংলাদেশে। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তাই খুব কাছ থেকে জানেন।

২০২২ সালের শেষ দিনে নিজের দৃষ্টিতে বছরের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডারের নাম ঘোষণা করেছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আঞ্জুম বলেন, “২০২২ সালের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডারের মনোনয়ন পাবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নবী ও রশিদ খান।




নিশ্চিতভাবেই সাকিব, নবী ও মিরাজের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা হয়েছে। কিন্তু সম্প্রতি ভারত সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ফরম্যাটে ২০২২ সালে আমার পছন্দের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডার। ভারতের বিপক্ষে তিনি বাংলাদেশের জন্য ম্যাচ উইনার ছিলেন।

পুরো বছরেই তিনি দুর্দান্ত খেলেছেন।” ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের নায়ক মিরাজ। ২০২২ সালে ওয়ানডে সংস্করণে ১৫টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। এক সেঞ্চুরিতে তার রান সংখ্যা ৩৩০। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত মিরাজ। এই বছরে ওয়ানডে ফরম্যাটে ২৪টি উইকেট শিকার করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *