সর্বশেষ

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, অবশেষে রংপুর রাইডার্সের অধিনায়ক হলেন নুরুল হাসান সোহান

৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। সাত দলের এই আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।




রোববার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিপিএল সামনে রেখে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। এদিনই সোহানকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করে দলটি।

এর আগে সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহানকে নেয় রংপুর। এখন অবধি বাংলাদেশের হয়ে ৪৬ ম্যাচের ৪১টিতে মাঠে নেমেছেন নুরুল হাসান সোহান।




১৬.৪৮ গড় ও ১১৮.৩৫ স্ট্রাইক রেটে ৪৪৫ রান করেছেন সোহান। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৬১ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ২১.২ গড় ও ১২৬.৪২ স্ট্রাইক রেটে সোহান করেছেন ২১২৪ রান।

রোববার থেকে বিপিএল শুরুর আগের দিন অবধি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের উদ্বোধনী দিন সন্ধ্যায় তারা মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *