বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে সেটিকে বিতর্ক প্রিমিয়ার লিগ বানিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিপিএলের মত একটি টুর্নামেন্টকে একেবারে পাড়ার টুর্নামেন্ট বানিয়ে ফেলেছে বিসিবি। গত ২৪ ডিসেম্বর বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করে বিসিবি। যেখানে জানানো হয় শুক্রবারে দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২ টা বেজে ৩০ মিনিটে। এমনকি আজও দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত জানা গিয়েছিল খেলা শুরু হবে আড়াইটায়।
কিন্তু খেলা শুরুর ঘন্টাখানেক আগে নিজেদের মতো করে আবারো সময়সূচী পরিবর্তন করেছে বিসিবি। বিপিএলের প্রথম ম্যাচের টস হলো বেলা ১-৩০ মিনিটে, মানে খেলা শুরু হবে বেলা ২টায়। অথচ ঘণ্টা খানিক আগপর্যন্তও এ ম্যাচ শুরুর সময় ছিল দুপুর ২-৩০ মিনিট।
সময়-বিভ্রাটের বিতর্ককে সঙ্গী করেই তাই শুরু হচ্ছে বিপিএলের নবম মৌসুম। টসে জিতে উদ্বোধনী ম্যাচে প্রথমে ফিল্ডিং নিয়েছে সিলেট। দিনের পরের ম্যাচটি শুরু হওয়ার কথা সন্ধ্যা ৭-১৫ মিনিটে। গতকাল পর্যন্তও বিপিএলের ম্যাচের শুরুর সময় বদলানোর কোনো বিবৃতি দেয়নি বিসিবি।