উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের দেয়া ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭.৩ ওভার ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।অধিনায়ক হিসেবে মাঠে নামলেন ২৮৫ দিন পর। লম্বা বিরতির পর ফেরাটা জয় দিয়ে রাঙ্গালেন মাশরাফি মোর্ত্তজা।
চট্টগ্রামের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে ম্যাশের দল সিলেট জয় পেয়েছে ৮ উইকেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের দেয়া ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭.৩ ওভার ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে ওপেনার কলিন একারম্যানকে হারায় সিলেট।
মৃত্যুঞ্জয় চৌধুরির শিকার বনে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১ রান। সে ধাক্কা হেসে খেলে উড়িয়ে দেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন জয়ের দোরগোড়ায়।২১ বলে ২৭ করে পুষ্পাকুমারের এলবিডব্লিউয়ের শিকার হয়ে জাকির মাঠ ছাড়লেও মার অব্যাহত রাখেন শান্ত।
মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে এনে দেন ৮ উইকেটের দুর্দান্ত এক জয়। ইনিংসের শেষ পর্যন্ত ৪১ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন শান্ত।
সঙ্গী মুশির ব্যাট থেকে আসে ৬ রান।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজাদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রানে থেমে যায় চট্টগ্রামের ইনিংসের চাকা।
দলের হয়ে কেবল দুই অঙ্কের রান ছোঁয়া সম্ভব হয় মেহেদী মারুফ (১১), আল আমিন (১৮) ও আফিফ হোসেনের (২৫) পক্ষে। বাকিরা সাজঘরে ফেরেন এক অঙ্কের ঘরে আটকে থেকে।সিলেটের হয়ে ৪ ওভারে ১৪ রানের খরচায় ৪ উইকেট নেন রাজা। আমির নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট ঝুলিতে পুরেন মাশরাফি মোর্ত্তজা ও কলিন একারম্যান।